insta logo
Loading ...
×

রেল টেকা রুখতে আদালতের নির্দেশ পালনে সর্বশক্তি নিয়ে নামবে পুলিশ : এডিজি

রেল টেকা রুখতে আদালতের নির্দেশ পালনে সর্বশক্তি নিয়ে নামবে পুলিশ : এডিজি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আদালতের নির্দেশ পালনে সর্বশক্তি নিয়ে নামবে পুলিশ। জানালেন এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম। আদিবাসী কুড়মি সমাজের রেল টেকা ও ডহর ছেঁকা ( রেল অবরোধ ও পথ অবরোধ) -কে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত যা নির্দেশ দিয়েছে তা মেনে চলবে পুলিশ, বললেন এডিজি। তিনি বলেন, “এর আগেও ২০২৩ সালে কলকাতা হাইকোর্ট এই আদেশ দিয়েছিল ২০২৪ সালে বাংলায় রেল অবরোধ কর্মসূচি আয়োজন করতে পারেনি আদিবাসী কুড়মি সমাজ। পুনরায় ২০২৫ সালে তাঁরা আগামী ২০ সেপ্টেম্বর এই পদক্ষেপ নিতে চলায় আদালতে একটি জনস্বার্থ মামলা হয়। তার পরিপ্রেক্ষিতে এই আদেশ পুনরায় দিয়েছে আদালত।”

প্রসঙ্গত উল্লেখ্য, পুনরায় আদিবাসী তালিকা ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে আদিবাসী কুড়মি সমাজ। কেন্দ্র ও রাজ্য সরকারের বল ঠেলাঠেলিতে তাঁদের দাবি বাধাপ্রাপ্ত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে জাতিসত্তা, এমন অভিযোগ তুলে আন্দোলন। আদালত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে সহমত হলেও পরিস্কার জানিয়ে দিয়েছে রেল অবরোধ বা পথ অবরোধ করা যাবে না। জনজীবন যাতে বিঘ্নহীন হতে পারে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনকে।

এডিজির কথায়, “আদালতের নির্দেশ মেনে জঙ্গলমহলের জেলাগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পদস্থ কর্তারা দেখভালের দায়িত্বে আছেন। করা হয়েছে পুলিশ পিকেটের ব্যবস্থা। রেলকে বলা হয়েছে উপযুক্ত সংখ্যক আরপিএফ মজুত রাখতে, যাতে কোন ভাবেই রেলের সম্পত্তি নষ্ট না হয়।”

জাভিদ শামিম আদিবাসী কুড়মি সমাজের উদ্দেশ্যে বলেন, ” কোনভাবেই আদালতের নির্দেশ অমান্য করবেন না। তেমনটা হলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, ” রবিবার মহালয়া। মহালয়া থেকেই দুর্গোৎসব শুরু হয়ে যায়। এসময় রেলের ওপর ভরসা করে থাকেন প্রচুর মানুষ। অনেকে চিকিৎসার জন্য দক্ষিণে যান। ছাত্ররা যায় পড়তে। সেখান থেকে পুজোর সময় বাড়ি ফেরে। পুজোর মুখে রেল অবরোধ তাদের সব্বাইকে চরম সমস্যায় ফেলতে পারে। ফলে তেমন কোন পদক্ষেপ প্রশাসন মেনে নেবে না। বিক্ষোভকারীরা যাতে একসঙ্গে বেশি মাত্রায় জড়ো হতে না পারেন, তাও নিশ্চিত করবে পুলিশ।”

Post Comment