নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
রেলের কাছে স্টেশনের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব রাখল এসসি কমিটি। স্টেশন কনসালটেটিভ কমিটির দ্বিতীয় বৈঠকে দক্ষিণ পূর্ব রেলওয়ের পুরুলিয়া কোটশিলা শাখার গড়জয়পুর স্টেশনে রাখা হয় একগুচ্ছ প্রস্তাব। এসসি কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মিলন মোদক ও রবিন সিংদেও। রবিন বাবু বলেন, “স্টেশনে টিকিট সংরক্ষণ ব্যবস্থা চালু করা, পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে স্টেশন প্রবেশের রাস্তা নির্মাণ, দুদিকে এলএইচএস নির্মাণের প্রয়োজনীয়তা, পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটিকে মুরি পর্যন্ত সম্প্রসারণ ও গড়জয়পুর স্টেশনে স্টপেজ, পুরুলিয়া মুরি নতুন প্যাসেঞ্জার ট্রেন, গড়জয়পুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনের তালিকায় আনা, টিকিট ঘরের সামনে জমা জলের নিষ্কাশন ব্যবস্থা সহ মোট ১৩ দফা দাবি রাখা হয়।” রেলের তরফে উপস্থিত ছিলেন বোকারোর সিসিটিএস নীলেশ কুমার ও গড়জয়পুর সিসিআরএস শ্রাওন কুমার।











Post Comment