নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালেই অবরোধে সামিল হলেন মানবাজারের কুমারডি গ্রামের বাসিন্দারা। রাজ্য সড়কে ট্রাক, বাস, অ্যাম্বুল্যান্স—সবই দাঁড়িয়ে পড়ল মানবাজার থানার রাধামাধবপুর মোড়ে। প্রায় দেড় ঘণ্টার এই অবরোধে স্তব্ধ হয়ে যায় মানবাজার-বরাবাজার সড়কের যানচলাচল।
অবরোধকারীদের দাবি, রাধামাধবপুর মোড় থেকে কুমারডি গ্রামের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। তার মধ্যে কিছুটা রাস্তায় পিচঢালাই থাকলেও অধিকাংশটাই কাঁচা। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে রাস্তা। বর্ষার মরশুমে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের বক্তব্য, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই পথ অবরোধের পথে হেঁটেছেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর, যুগ্ম বিডিও ধনঞ্জয় কুমার সাহা ও মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বিডিও গ্রামবাসীদের আশ্বাস দেন, ‘‘অনেকটা রাস্তাই ইতিমধ্যে পাকা হয়েছে। বাকি অংশের জন্য পথশ্রী প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু হবে।’’
বিডিও-র এই আশ্বাসেই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে তাঁদের স্পষ্ট বার্তা, ‘‘এবারও যদি কাজ না হয়, তবে আন্দোলন আরও বৃহত্তর হবে।’’











Post Comment