insta logo
Loading ...
×

রাস্তার নির্দেশিকাও রেহাই পেল না চোরের নজর থেকে

রাস্তার নির্দেশিকাও রেহাই পেল না চোরের নজর থেকে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আর বাকি থাকল না কিছুই। চুরি রাস্তার ধারে স্থাপিত আলো প্রতিফলক নির্দেশিকা বোর্ড। চুরির বিষয়টি পূর্ত দফতরের এক আধিকারিকের নজরে এসেছে। আর তারপর বুধবার পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের করেন পুরুলিয়া হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিবেকানন্দ ঘোষ।

তিনি বলেন, গোলকুন্ডা–নডিহা সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায় মামুরজোড় থেকে কাঞ্চনপুর গ্রামের মাঝামাঝি প্রায় ১৮টি আলো প্রতিফলক সাইন বোর্ড ও ২০টি লোহার অ্যাঙ্গেল হাপিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

Post Comment