নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:
চাই রাস্তা। সেই রাস্তার দাবিতে জোরদার হচ্ছে আন্দোলন।
পুঞ্চা থানার বাগ্দা অঞ্চলের বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে বাগদা অঞ্চলের মধ্যে অবস্থিত জুনারবাড়ির প্রাইমারি স্কুল থেকে শ্যামা কাটা পর্যন্ত পড়ে থাকা বেহাল রাস্তাটিকে পিচ রাস্তাতে পরিণত করার দাবি তুললেন বাসিন্দারা। এই দাবিতে পুঞ্চা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার। অফিসের বাইরে বিক্ষোভ দেখান বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটির সদস্যরা। পাশাপাশি বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চলের মধ্যে অবস্থিত পিয়ালডাঙ্গা গ্রামে জলের সোলার ট্যাংকটি দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে, যার ফলে সেই গ্রামের মানুষদেরকে জলের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই যাতে দ্রুত সোলার ট্যাঙ্কটি সারানো হয় এবং বেহাল রাস্তাটিকে পিচ রাস্তাতে পরিণত করার দাবিতে কমিটি দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে আসছে। বারবার প্রশাসনের বিভিন্ন দফতরে তারা জানিয়েছেন। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ সমস্ত দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পথের দাবিতে হয়েছে পথ অবরোধ। প্রশাসনের পক্ষ থেকে কেবল বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাস্তাটি যেমন ছিল সেভাবেই পড়ে রয়েছে। প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি। তাই ওই কমিটি পুনরায় আন্দোলনের ডাক দিয়েছে। অবিলম্বে দ্রুততার সাথে কার্যকরী ব্যবস্থা না নিলে বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
মঙ্গলবার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটির কোর কমিটির সদস্য তন্ময় মহাপাত্র। উপস্থিত ছিলেন বাগদা আঞ্চলিক নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সুরজিৎ মহাপাত্র, কাজল মহাপাত্র, মসুর মুর্মু, সূর্যকান্ত মুর্মু প্রমুখ।
Post Comment