নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
একটি ট্রেলার বিকল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়লেন মানবাজারের মানুষজন। সোমবার সকালেই মানবাজারের দাসপাড়া এলাকায় একটি ট্রেলার আচমকা রাস্তায় বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুন্ডু দুর্গা মন্দিরের সামনে পৌঁছানোর পর হঠাৎ করেই ট্রেলারটির ইঞ্জিন স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। ফলে দাসপাড়া হয়ে চলাচলকারী ছোট-বড় বহু যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রী—সকলকেই এই যানজটের সম্মুখীন হয়ে দুর্ভোগে পড়তে হয়। প্রায় এক ঘণ্টা পর মানবাজার থানার পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ ট্রেলারটিকে পাশে সরিয়ে দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দা বিবেকানন্দ দাস জানান, এখানে প্রায়ই বড় গাড়ি আটকে পড়ে, কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েন। দ্রুত সমাধানের দাবি জানান প্রশাসনের কাছে। তবে এই ট্রেলার বিকল হয়ে যাওয়ার কারণ শুধু নয়। মানবাজারের বিভিন্ন রাস্তায়
যানজটের অন্যতম কারণ
সংকীর্ণ সড়ক। রাস্তার উপর পসরা সাজিয়ে বিক্রিবাটা।
সেই সঙ্গে টোটো। সবে মিলিয়ে প্রাচীন এই শহর
যানজটের ফাঁসে আটকে। এর থেকে রেহাই কবে মিলবে
জানে না এক সময় সাবেক মানভূমের সদর মানবাজার।
Post Comment