নিজস্ব প্রতিনিধি , জয়পুর :
রান্নার গ্যাসের আড়ালে চোরাপথে ঢুকছিল মদ। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রীতিমতো অভিযান চালালেন গ্রামের মহিলারা। বুধবার সকালে পুরুলিয়ার জয়পুর ব্লকের শ্রীরামপুর হাই স্কুলের সামনে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ৪০৭ ভ্যান গাড়ি আটকে দেন চার-পাঁচশো মহিলা। তারপরেই গাড়ি থেকে গ্যাস সিলিন্ডারের আড়াল থেকে বেরিয়ে আসে দিলখুস ব্র্যান্ডের একের পর এক মদের পেটি। গণনা করে দেখা যায়, মোট ১৩ পেটি। মুহূর্তে ফুঁসে ওঠে জনতা। বোতল ভেঙে রাস্তার মাঝেই মদ ফেলে নষ্ট করেন তাঁরা।
মদবিরোধী এই ‘অভিযান’-এর পর মহিলারা গোটা গ্রাম ঘুরে মিছিল করেন।
স্থানীয় বাসিন্দা উত্তরা মাহাতো বলেন, “অনেক দিন ধরেই গ্রামে মদ বিক্রি হচ্ছে। তার জেরে অশান্তি বাড়ছে, সংসারে বিবাদ বাড়ছে। যুব সমাজ নষ্ট হচ্ছে। আমরা আর চুপ করে থাকতে পারছিলাম না। প্রতিদিন ভোরবেলায় গ্যাস গাড়িতে করে মদ ঢোকে গ্রামে। আজ খবর পাই যে, আবার মদ আসছে। তখনই সকলে মিলে রাস্তায় নামি।”
মহিলাদের দাবি, “আমরা ১৩ পেটি মদ ধ্বংস করেছি। এবার থেকে কেউ মদ বিক্রি করলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। প্রয়োজনে পুলিশের কাছেও যাব।”
ঘটনার পর থেকেই ভ্যানের চালক পলাতক। পুলিশ জানিয়েছে, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”











Post Comment