নিজস্ব প্রতিনিধি ,ঝালদা:
সাফল্য যখন ব্যক্তিগত সীমা পেরিয়ে গোটা অঞ্চলকে গর্বিত করে তোলে, তখন তা শুধু কৃতীর নয়, সমাজেরও জয়। ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রী—জিয়া কান্দু, শ্রেয়া দে ও সুলেখা গোরাই—সম্প্রতি রাজ্য ও আন্তর্জাতিক স্তরে অসাধারণ কৃতিত্ব অর্জন করে ঝালদার নাম উজ্জ্বল করেছেন।
বোলপুরে আয়োজিত রাজ্যস্তরের যোগা চ্যাম্পিয়নশিপে ‘অটিস্টিক সিঙ্গল’ বিভাগে প্রথম স্থান অধিকার করে জিয়া কান্দু। অন্যদিকে, ২৫-২৭ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় শ্রেয়া দে রৌপ্য এবং সুলেখা গোরাই ব্রোঞ্জ পদক জয় করেন।
তাঁদের এই অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানাতে শনিবার ঝালদা থানার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন কৃতি ছাত্রী ও তাঁদের দুই প্রশিক্ষক—যোগগুরু পার্থ মোদক ও ক্যারাটে কোচ রামকৃষ্ণ কান্দুর হাতে সম্মাননা তুলে দেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ।
গৌরববাবু জানান, “এই মেয়েরা শুধু নিজেদের নয়, গোটা মহকুমার মুখ উজ্জ্বল করেছে। ওদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য।” তিনি আরও বলেন, জেলা পুলিশের ‘প্রজেক্ট শক্তি’র সদস্যা হিসেবে এই ছাত্রীরা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে ঝালদা থানার আইসি পার্থ সারথি ঘোষ, তুলিন ফাঁড়ির ইনচার্জ সুমনা কর-সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গর্ব, উৎসাহ ও ভবিষ্যতের প্রতি প্রত্যাশার স্পষ্ট বার্তা।











Post Comment