নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার দুপুরে রঘুনাথপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পল্লী এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শান্তিরাম মুখোপাধ্যায় (৮৪)।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হলে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।








Post Comment