insta logo
Loading ...
×

রাখি বন্ধনে আদিবাসী বোনকে সেলাই মেশিন উপহার

রাখি বন্ধনে আদিবাসী বোনকে সেলাই মেশিন উপহার

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

রাখি বন্ধনের পবিত্র দিনে ভাই-বোনের সম্পর্ক পেল এক অনন্য সামাজিক ছোঁয়া। পুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস-এর উদ্যোগে ঝালদার গড়িয়া গ্রামের অঞ্জলি মাঝিকে উপহার দেওয়া হলো একটি সেলাই মেশিন।

সংস্থার সদস্য যাদু সাউ জানান, “কয়েক বছর আগে অঞ্জলীর বিয়ে হলেও বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী মারা যান। সেই কঠিন সময়ে আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি শিক্ষাগত যোগ্যতায় একজন গ্র‍্যাজুয়েট। বর্তমানে তিনি আমাদের দুটি আদিবাসী কোচিং সেন্টারে শিক্ষকতা করছেন। উপার্জনের পথ বাড়াতে আমরা তাকে সেলাই শেখার সুযোগ দিয়েছি। আজ এই বিশেষ দিনে তার স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে দিতে এই সেলাই মেশিন তুলে দিলাম।”

নতুন মেশিন হাতে পেয়ে অঞ্জলি ও তাঁর পরিবার আনন্দে আপ্লুত। গ্রামবাসীসহ বহু মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক সংহতি ও নারীর স্বনির্ভরতার বার্তা বহন করল রাখি বন্ধনের এই বিশেষ আয়োজন।

Post Comment