insta logo
Loading ...
×

রাঁচি রোডে আম গাছ ভেঙে বিপত্তি, প্রাণে বাঁচলেন পুলিশ কর্মীরা

রাঁচি রোডে আম গাছ ভেঙে বিপত্তি, প্রাণে বাঁচলেন পুলিশ কর্মীরা

নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া

মঙ্গলবার পুরুলিয়া শহরের রাঁচি রোডের পাতকুম হাউস সংলগ্ন এলাকায় একটি পুরনো আমগাছ আচমকাই ভেঙে পড়ে বিপত্তি তৈরি হয়। গাছটি রাস্তার উপর পড়ে যাওয়ায় একটি চলন্ত গাড়ি আংশিকভাবে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই ক্ষতিগ্রস্ত হয় ট্রাফিক পুলিশের একটি কিয়স্ক।
তবে সৌভাগ্যবশত, কর্তব্যরত ট্রাফিক গার্ডরা গাছ পড়ার মুহূর্তে দ্রুত সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌরসভার দুর্যোগ মোকাবিলা দপ্তরের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই গাছটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু পুরনো গাছগুলোর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না হওয়াতেই এই ধরনের বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে। ঘটনার জেরে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও দ্রুত উদ্ধার কাজের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Post Comment