নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। রবিবার ভোরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় কিশোর রোহিত চৌধুরী (১৭)-র দেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁওতালডিহি থানার ভেলাইটাড় গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার খাওয়ার পর নিজের ঘরে ঘুমোতে গিয়েছিল রোহিত। কিন্তু সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, রোহিতের দেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তারা।
Post Comment