নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
ঝালদার হুসেনডি গ্রামে একের পর এক ছাগল মেরে দিয়ে গেল অজানা কোন বন্যপ্রাণী। ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে বাসিন্দা রুল আমির গোয়ালঘরে গিয়ে দেখেন তাঁর একাধিক ছাগল মৃত অবস্থায় পড়ে আছে। প্রতিটি ছাগলের শরীরে গভীর কামড়ের দাগ। রক্তে ভেসে গিয়েছে গোয়ালঘর।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা মৃত ছাগলগুলির চারপাশে বড় আকৃতির থাবার ছাপ দেখতে পান। বনকর্মীদের প্রাথমিক অনুমান, কোনও বন্যপ্রাণীর আক্রমণেই এই ঘটনা ঘটেছে। কারও ধারণা মেছো বিড়াল, কারও মতে জঙ্গল বিড়াল, আবার অনেকে চিতাবাঘ সন্দেহ করছেন।
ডিএফও মুদিত কুমার জানিয়েছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে।
Post Comment