নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
একটি মাঠ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল দশটা নাগাদ বলরামপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। মৃতার নাম শকুন্তলা শবর (৪০), বাড়ি ওই এলাকারই ঘাসবেড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা সকালে মাঠে কাজ করতে গিয়ে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বলরামপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তা স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা শকুন্তলা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। মৃতার পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ খতিয়ে দেখছে, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য।






Post Comment