নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রঘু ডাকাত অবতারে অভিনেতা-সাংসদ দেব আসছেন পুরুলিয়ায়। তাই সকাল থেকেই সিটি সেন্টারে জনসমুদ্র। হাতে এন্ট্রি পাস পাওয়ার উচ্ছ্বাসে ফেটে পড়ছে কিশোর-কিশোরীরা। কেউ সেলফি তুলছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে—‘দেব দর্শনের কাউন্টডাউন শুরু।’
বৃহস্পতিবার থেকেই পাসের জন্য ভিড় জমতে শুরু করেছিল। শুক্রবার দুপুরে সেই ভিড় আরও বাড়ল। সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়েছিলেন অনেকেই। দেশবন্ধু রোডের সাহানা মন্ডল বলছে, “দেবকে কাছে থেকে দেখব, তাই স্কুল ছুটির পরই চলে এসেছিলাম। ঘণ্টাখানেক দাঁড়িয়ে অবশেষে হাতে পেয়েছি পাস। আনন্দে মনটা ভরে গেছে।”
কেন্দা থেকে এসেছে পার্বতী মাহাতো। বন্ধুদের মতই তার উচ্ছ্বাসও চেখে পড়ার মতো, “দেবকে এক ঝলক দেখার জন্য এতদূর ছুটে এসেছি। পাস হাতে পেয়েই মনে হচ্ছে আগামী রবিবারটা সত্যিই আমাদের জন্য উৎসব।”
রবিবার বিকেল চারটেয় সিটি সেন্টারের মঞ্চে হবে রঘু ডাকাত-এর প্রমোশনের আসর। আর তাই প্রযোজনা সংস্থার উদ্যোগে দেওয়া হচ্ছিল এন্ট্রি পাস। সেই পাস পেতেই লম্বা লাইন। দেবের সঙ্গে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল। প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে জোরদার ব্যবস্থা করেছে।
পুরুলিয়া শহর জুড়ে এখন একটাই প্রতীক্ষা। কখন আসবে রবিবার বিকেল, কখন রঘু ডাকাতের অবতারে দেবকে দেখবে মানুষ?
Post Comment