insta logo
Loading ...
×

রঘুনাথপুরে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, শ্রদ্ধা থানায়

রঘুনাথপুরে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, শ্রদ্ধা থানায়

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

কর্তব্যরত অবস্থায় আকস্মিক মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃত যুবকের নাম বিশ্বরূপ বন্দোপাধ্যায়। বাড়ি রঘুনাথপুর থানার মৌতড় গ্রামে। তিনি রঘুনাথপুর থানায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই সিভিক ভলান্টিয়ার রঘুনাথপুর থানার চেলিয়ামা এলাকায় কর্মরত ছিলেন। রঘুনাথপুর ও চেলিয়ামা রাস্তার মাঝে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে চেলিয়ামা বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহটি রঘুনাথপুর থানায় নিয়ে আসা হয়। থানায় তাকে শ্রদ্ধা জানান রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিক সহ তার সহকর্মীরা। তারপর পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Post Comment