নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
সোমবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর শহরের নন্দুয়াড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেশ দাস (৩৭)। তিনি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের কুমারবাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রঘুনাথপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে নন্দুয়াড়া এলাকায় একটি দেশি মদের ভাটির সামনে একটি গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় রাজেশের দেহ দেখতে পান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রঘুনাথপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে দুপুর বারোটা নাগাদ মৃত্যুর প্রকৃত কারণ জানতে রাজেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।








Post Comment