insta logo
Loading ...
×

রঘুনাথপুরে প্রশাসক বাতিল,রায় হাইকোর্টের

রঘুনাথপুরে প্রশাসক বাতিল,রায় হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :


হাইকোর্টে আবারও মুখ পুড়লো রাজ্যের। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার প্রশাসককে বাতিল করে দিল
হাইকোর্ট। সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, মহকুমাশাসককে প্রশাসক নিয়োগ বিধি মেনে হয়নি। পুর ও নগরোন্নয়ন দফতরের গত ১৯ মে-র আদেশনামা পুর বিধি মেনে হয়নি। এরপরই রাজ্যের নির্দেশিকা বাতিল করে আদালত। ফলে রঘুনাথপুর পুরসভার পুর প্রতিনিধিরা যথারীতি কাউন্সিলার পদে বহাল থাকলেন। তবে পরবর্তীকালে রাজ্য চাইলে নতুন করে আইনানুগ পদক্ষেপ করতে পারেন বলে ওই নির্দেশে জানিয়েছেন বিচারপতি।

Post Comment