নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল রঘুনাথপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপিন সূত্রধর(৪৮)। তার বাড়ি রঘুনাথপুর ১নং ব্লকের বেরো এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বেরো গ্রামের খেলাইচন্ডী মন্দিরের কাছে থাকা এক বট গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রঘুনাথপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি নামিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Post Comment