নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
নাইলনের বেড়ার জালে আটকে পড়া একটি ময়াল উদ্ধার করলেন রঘুনাথপুর রেঞ্জের বন কর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার ডুমারকুড়ি গ্রামে। বন দফতরের তরফে জানানো হয়েছে, প্রায়
সাত ফুট লম্বা অজগরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে ।উদ্ধার অভিযানের পর সেটিকে জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।
Post Comment