insta logo
Loading ...
×

রঘুনাথপুরের করগালি নদী ঘাট থেকে ঝাড়খন্ডের যুবকের মৃতদেহ উদ্ধার

রঘুনাথপুরের করগালি নদী ঘাট থেকে ঝাড়খন্ডের যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

এক যুবকের পঁচাগলা দেহ উদ্ধার করলো রঘুনাথপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম বিশাল বন্দ্যোপাধ্যায় (২৬)। তার বাড়ি ঝাড়খন্ড রাজ্যের চন্দনকেয়ারি থানা এলাকায়। রবিবার বিকালে দামোদর নদের চেলিয়ামা করগালি নদীঘাট থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে , শুক্রবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মিলেনি। রবিবার বিকালে করগালি নদী ঘাটে একটি পঁচাগলা দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রঘুনাথপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান ।

Post Comment