নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
রাতের অন্ধকারে পুলিশের মানবিক মুখ দেখল বলরামপুর শহর। পুরুলিয়া দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া -চান্ডিল শাখার বিরামডি স্টেশনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁশগড় গ্রামীন হাসপাতালে ভর্তি করলেন বলরামপুর থানার পুলিশ। জখম ব্যক্তির নাম দীপক সিং । বাড়ি বলরামপুর থানার চুটকিডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে রেললাইনে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ওই ব্যক্তি। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বলরামপুর থানার পুলিশ। দ্রুত উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় বাঁশগড় গ্রামীন হাসপাতালে। এরপর খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের। পুলিশের এমন মানবিক পদক্ষেপে খুশি বলরামপুর এলাকার মানুষ।
Post Comment