insta logo
Loading ...
×

রক্তদানে প্রয়াত নেতাকে স্মরণ করল নিতুড়িয়া

রক্তদানে প্রয়াত নেতাকে স্মরণ করল নিতুড়িয়া

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :

সেই ২০১০ এ শুরু। নিতুড়িয়ার অবিসংবাদী তৃণমূল নেতা প্রয়াত শশীভূষণ প্রসাদ যাদবের স্মরণে রক্তদান শিবির। এবছর ছিল ১৫ বর্ষ পূর্তি। পাঁচজন মহিলা সহ ৭২ জন বুধবারের শিবিরে রক্তদান করেন। নিতুড়িয়ার পারবেলিয়াতে গণেশ পূজার অষ্টম দিনে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেপি সিং, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব, নিতুড়িয়ার বিডিও প্রবীর কুমার সিনহা, সুভাষ চন্দ্র বাউরি, প্রণবেশ দাশগুপ্ত প্রমুখ।

Post Comment