insta logo
Loading ...
×

যুবক খুনে চাঞ্চল্য ঝালদায়

যুবক খুনে চাঞ্চল্য ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

গিয়েছিল কাজ করতে। মিলছিল না তার খোঁজ। তারপর মাঠ থেকে উদ্ধার তার রক্তাক্ত মৃতদেহ। ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে । এই মর্মে মৃতের বাবার অভিযোগক্রমে ঝালদা থানার পুলিশ খুনের মামলা রুজু করে শুরু করেছে তদন্ত। মৃত যুবকের নাম ভবেশ্বর মাহাতো (২৪)। তার বাড়ি ঝালদা থানার জারগো গ্রামে।

ঘটনা মঙ্গলবার সকালে। ঝালদা থানার সরিয়াটাড় গ্রামের অদূরে রেল লাইনের পাশে একটি মাঠ থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ। তারবমাথায় ও শরীরের একাধিক স্থানে ছিল ক্ষতচিহ্ন। মৃতের পরিবার দেহটি সনাক্ত করে।

মৃতার বাবা হাগরু মাহাতো পুলিশকে জানান, ঝাড়খণ্ডের মুরিতে চার চাকার গাড়ি চালাত ছেলে। সোমবার দুপুরে বাড়ি থেকে মুরি গিয়েছিল সে। তার এক সহকর্মী একটি পিকআপ ভ্যানে চাপিয়ে তাকে নিয়ে গিয়েছিল। তারপর খোঁজ মেলেনি ভবেশ্বরের। পিতার অভিযোগ, ছেলের দেহ উদ্ধারের পর যে সহকর্মী তার ছেলেকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়েছিল তাকে ফোন করেন। কিন্তু ফোনে তিনি কোনো সদুত্তর পাননি। তাঁর সন্দেহ, ছেলেকে ওই সহকর্মী কয়েকজনের সঙ্গে মিলে খুন করে দেহটি ফেলে দিয়ে গেছে। ফোনের সুত্র ধরে অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

Post Comment