নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুঞ্চা থানার লোটো গ্ৰামে। বুধবার রাতে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বীরবল টুডু(৩৫)র মৃতদেহ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে ঘরের ভিতর বীরবলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুঞ্চা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমেছে পুঞ্চা থানার পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হলেও, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Post Comment