insta logo
Loading ...
×

মৌতোড়ের বড় কালীর আরাধনায় লক্ষাধিক ভক্তের ঢল

মৌতোড়ের বড় কালীর আরাধনায় লক্ষাধিক ভক্তের ঢল

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

অমাবস্যার রাত পেরিয়ে গেলেও পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতোড় বড় কালীর পুজোয় আজও চলছে বলিদান ও ভক্তদের উপচে পড়া ভিড়। মঙ্গলবারও বিকাল পর্যন্ত অমাবস্যা তিথি থাকায়, মা কালীর আরাধনা অব্যাহত রেখেছিলেন ভক্তরা। বিশ্বাস, মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে সকল মনোবাসনা পূর্ণ হয়—এই আস্থাতেই বছরের পর বছর ভক্তদের ঢল নামে এই তীর্থক্ষেত্রে।
মৌতোড়ের কালীপুজো এখন শুধু ধর্মীয় উৎসব নয়, গ্রামীণ জনজীবনের এক সামাজিক ও সাংস্কৃতিক মহোৎসবে পরিণত হয়েছে। সোমবার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত হাজার হাজার মানুষ মা কালীর দর্শন ও পূজার জন্য ভিড় জমিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহার থেকেও অসংখ্য ভক্ত এসেছেন এই পুণ্যক্ষেত্রে।

সোমবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে পুণ্যার্থীদের ভিড়ে। মন্দির সংলগ্ন পুকুরে স্নান সেরে দণ্ডি নিয়ে মহিলারা মায়ের পুজো দেন। সারাদিন ধরে চলেছে প্রসাদ বিতরণ, ভক্তিগান, এবং মেলার কেনাবেচা। ‍শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে গোটা মৌতোড় যেন মেতে উঠেছে এক উৎসবমুখর আবহে। একই সঙ্গে এই উৎসব ঘিরে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হয়েছে। মেলার দোকানে চলছে বিকিকিনি—নানান খাবারের স্টল, খেলনা, পোষাক থেকে শুরু করে হস্তশিল্পের পণ্য বিক্রি হচ্ছে দেদার।

অমাবস্যা শেষে মঙ্গলবার বিকেল নাগাদ মায়ের পুজোর মূল পর্ব শেষ হবে, কিন্তু ভক্তদের ঢল থামার নাম নেই। বিশ্বাস, মায়ের আশীর্বাদেই এই অঞ্চলের মানুষ বছরের সুখ-সমৃদ্ধি অর্জন করেন।

Post Comment