insta logo
Loading ...
×

মোবাইল ‘চুরি’-র ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তাল আড়শা, বনধ

মোবাইল ‘চুরি’-র ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তাল আড়শা, বনধ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মোবাইল চুরির অভিযোগে পুলিশের হেফাজতে বিষ্ণু কুমারের মৃত্যুর ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে আড়শা। অভিযোগ, আড়শা থানার ভিতরেই পুলিশি মারধরে প্রাণ হারান বিষ্ণু। এই ঘটনায় দোষীদের শাস্তি ও পুনরায় ময়নাতদন্তের দাবিতে আজ বুধবার আড়শা জুড়ে ডাকা হয়েছে সর্বাত্মক বনধ। এলাবাসীর আহ্বানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধে শামিল হন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতনের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কিডনি ও লিভারের রোগে ওই যুবকের মৃত্যু হয়েছে। রিপোর্টে রয়েছে, ‘ডিসিজ কনডিশন অফ অর্গানস’l

এদিন সকাল থেকেই আড়শার বিভিন্ন বাজার, দোকানপাট, যান চলাচল বন্ধ
থাকে। শান্তিপূর্ণভাবে বনধ পালিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে আড়শা ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।

অন্যদিকে, বনধ চলাকালীন বিক্ষোভ মিছিল ও পথ অবরোধের নেতৃত্বে থাকা আন্দোলনকারীদের মধ্যে অনাদিকুমার সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। আড়শা থানার পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জেরও অভিযোগ ওঠে।
এই ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মিছিল বার করে গ্রাম পরিক্রমা করেন।তারপরেই আড়শা থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান আড়শা গ্রামের বাসিন্দারা । তাঁরা পুলিশের এই ভূমিকাকে ‘গণতান্ত্রিক অধিকার হরণ’ বলে তীব্র ধিক্কার জানান। এলাকার মানুষজন দাবি তুলেছেন অবিলম্বে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। অভিযোগ বিজেপির উস্কানিতেই আড়শা অশান্ত হয়ে উঠেছে।

ময়নাতদন্তের রিপোর্টে ওই যুবকের মৃত্যু রোগে হয়েছে তা উল্লেখ থাকলেও এই ঘটনাকে ঘিরে বিজেপি রাজনীতি করেই যাচ্ছে বলে পুরুলিয়ার রাজনৈতিক মহলের অভিযোগ।

Post Comment