নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
মোবাইল ফোনে বন্দি হয়ে গেছে শৈশব। রিলস আর গেম নষ্ট করছে শিশুদের সুকুমার প্রবৃত্তিগুলি। তাদের শৈশবকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিলো আর্ট অফ গিভিং নামক একটি সংস্থা৷ সংস্থার দ্বাদশ বর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি সেমিনার আয়োজিত হলো জয়পুর থানার ভাড্ডি প্রাথমিক বিদ্যালয়ে। সেমিনারে সংস্থার জেলা কো অর্ডিনেটর মোনালিসা কুমার উপস্থিত কচিকাঁচা ও অভিভাবকদের সামনে শিশুমনে মোবাইল ফোনের ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরেন। কীভাবে মোবাইল ফোনকে আশীর্বাদ রূপে ব্যবহার করা যায়, তাও ব্যাখ্যা করেন তিনি।

মোনালিসা কুমার বলেন, ” সংস্থার কর্ণধার প্রফেসর অচ্যুত সামন্তর অনুপ্রেরণাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের সঙ্গে বিদ্যুতের অপব্যবহার বিষয়েও এই সেমিনারে আলোচনা করা হয়েছে। এদিন বিদ্যালয়ের কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সহায়ক সামগ্রী। “
উপস্থিত ছিলেন স্থানীয় মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবীলাল কুমার, সদস্যা মকুলা কুমার, ভাড্ডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেবকান্তি ব্যানার্জি, পার্শ্ব শিক্ষক পরমেশ্বর কুমার, পার্শ্ব শিক্ষিকা গীতা কুমার প্রমুখ।
Post Comment