insta logo
Loading ...
×

মে দিবসে পুকুর! এ কী কাণ্ড!

মে দিবসে পুকুর! এ কী কাণ্ড!

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

কৃষিক্ষেত্রে সেচ ও এলাকাবাসীর নিত্য প্রয়োজনের জন্য তেলি বাঁধ পুনরায় খননের কাজ শুরু হলো। বৃহস্পতিবার ফিতা কেটে কাজের সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।

মে দিবসের সংগ্রামী ঐতিহ্যকে স্মরণে রেখে গ্রামের খেটে খাওয়া কৃষক শ্রেণীর মানুষদের মুখে হাসি ফোটাতে বৃহস্পতিবার পুরুলিয়া ১ ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনগর তেলি বাঁধের খনন কার্যের সূচনা করলেন সভাধিপতি।

পুরুলিয়া কৃষি এবং জলসেচ দপ্তরের সেচ প্রকল্পের অধীনে ২৮ লক্ষ ৪২ হাজার ৩৫ টাকা ব্যয়ে আগামী তিন মাসের মধ্যে খননকার্য সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পুকুর খননের ফলে সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের রামনগর লাগোয়া আরো একাধিক গ্রামের লোকজনেরা সুবিধা ভোগ করতে পারবেন। বিশেষভাবে লাভবান হবেন কৃষকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা মাহাতো সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা।

Post Comment