insta logo
Loading ...
×

মেধা অভীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা বিজ্ঞান মঞ্চের

মেধা অভীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা বিজ্ঞান মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জেলা ভিত্তিক মেধা অভীক্ষা ২০২৪ পরীক্ষায় কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা জানালো পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির সদস্যরা। রবিবার এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয় হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন ছায়া কক্ষে। এদিন অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ ও কবিতা পাঠ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় জানান, “প্রতি বছর আমরা কৃতি ছাত্র- ছাত্রীদের এই পুরস্কার দিয়ে থাকি। এবছর ৯ টি কেন্দ্রের ৩৫ জন কৃতি ছাত্র-ছাত্রীদের পুরষ্কৃত করা হয়েছে।” উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায়, হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক নিলয় মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী জয়প্রকাশ মাহাত ও জেলার সমস্ত কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা সহ কৃতি শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় অধিকারি।

Post Comment