insta logo
Loading ...
×

মূক ও বধির যুবককে বেধড়ক মা*র, অভিযুক্ত প্রতিবেশী পিতা- পুত্র

মূক ও বধির যুবককে বেধড়ক মা*র, অভিযুক্ত প্রতিবেশী পিতা- পুত্র

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পুরোনো শত্রুতার জেরে এক মূক ও বধির যুবককে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী পিতা–পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার রাজডি গ্রামে। বুধবার আক্রান্তের মা সোমবারী মাহাত বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ, মঙ্গলবার রাতে আচমকাই প্রতিবেশী মকর মাহাত ও তার ছেলে বুদ্ধেশ্বর ওরফে বুকা মাহাত তাঁদের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে যুবক কাঁকু মাহাতকে মা ও স্ত্রীর সামনেই বেধড়ক মারধর করে পিতা–পুত্র। এতে বেশ আঘাত পান তিনি। ঝরে রক্ত।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

Post Comment