insta logo
Loading ...
×

মুদি দোকানে চাল-ডালের পাশে ‘দারুণ’ অফার

মুদি দোকানে চাল-ডালের পাশে ‘দারুণ’ অফার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মুদি দোকানে চিনি, মুসুর ডাল, সাবান — আর একটু ভালো করে তাকালে “অফার প্রাইসে দেশি সুখ”! ঠিকই ধরেছেন, এটা কোনও নতুন ‘কম্বো প্যাক’ নয়, আড়শার বেলডি গ্রামে এক মুদি দোকানদারের ‘ব্যবসায়িক নবজাগরণ’।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় আড়শা থানার পুলিশ। দোকানের পিছনে চালের বস্তার আড়ালে ২৮ বোতল দেশি মদের এমন বিপুল সংরক্ষণ দেখে হতবাক পুলিশও।

ধৃতের নাম শ্যামাপদ গরাঁই। বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে অনেকেই অন্তত একবার মুখ টিপে হাসেন বলে জানা গেছে। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, এখন থেকে মুদি দোকানে যদি অতিরিক্ত ‘ফ্র্যাগরেন্স’ পাওয়া যায়, তাহলে সন্দেহ করতেই হবে!

Post Comment