insta logo
Loading ...
×

মিল রান্নার দাবিতে তালা ঝোলালো মহিলারা

মিল রান্নার দাবিতে তালা ঝোলালো মহিলারা

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

মিডডে মিল রান্নার দাবিতে সংঘের অফিসে ঝোলাল তালা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে মানবাজার ১ নং ব্লকের পুঞ্চা থানার অন্তর্গত বুধপুর গ্রামে। এদিন মিডডে মিল রান্নার দাবিতে সংঘের অফিসে তালা ঝোলালেন স্থানীয় মহিলারা।

তাঁদের দাবি, “আমরা বাদেও অনেক মহিলা আছেন যারা মিডডে মিল রান্নার কাজ থেকে বঞ্চিত আছেন। যাতে তারা রান্নার কাজ পান এই জন্য আমরা উপস্থিত হয়েছি। বারবার আমরা অনুমতির জন্য আবেদন করলেও এখান থেকে কোন অনুমতি না দেওয়ার জন্য আজকে আমরা সংঘের অফিসে তালা ঝুলিয়েছি।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। এরপর ব্লক প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ তালা খোলা হয়।

সংঘের সম্পাদিকা মুক্তারানী মাঝি বলেন, “ব্লক প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয়েছে এখন আর কোনো সমস্যা নেই।”

মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, “আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম। আপাতত সমস্যার সমাধান হয়েছে। যাঁরা রান্না করতে চাইছেন, তাঁদের সঙ্গে আমি আলোচনায় বসব। “

Post Comment