insta logo
Loading ...
×

মিলে গেল তৃণমূল – বিজেপি

মিলে গেল তৃণমূল – বিজেপি

অমরেশ দত্ত, আড়শা:

হাতে হাত শাসক বিরোধীর। তৃণমূল, বিজেপি, সিপিআইএম ,ফরওয়ার্ড ব্লক,কংগ্ৰেস এমনকি নির্দল — সবাই একপক্ষ। পঞ্চায়েত হাত ছাড়া হতে দিলো না তৃণমূল কংগ্রেস। আড়শা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত দখলে রাখল তারা। সিরকাবাদ গ্ৰাম পঞ্চায়েতে নতুন করে প্রধানের দায়িত্ব পেলেন সন্তোষ রাজোয়াড়। পঞ্চায়েতের সদস্য সংখ্যা ২২। তৃণমূল কংগ্রেস থেকে ৮জন,বিজেপি ৩ জন,নির্দল ৩ জন, সিপিআইএম ১,ফরওয়ার্ড ব্লক ১ এবং কংগ্ৰেসের ২ জন, মোট আঠারো জন সদস্য তৃণমূলকে সমর্থন করে বোর্ড গঠন করে। এদিন আড়শা থানার ওসি সুপ্রতীক মন্ডলের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত চত্বর সকাল থেকেই পুলিশের কড়া নিরাপত্তায় মোড়া ছিলো।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর প্রধান নির্বাচিত হন তৃণমূলের মনজুরুল আনসারী। বেশ কয়েকদিন পূর্বে নিজের ইচ্ছায় ইস্তফার জন্য তিনি আবেদন করেছিলেন আড়শা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। তিনি পেশায় শিক্ষক। সম্প্রতি প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন। বাড়তি কাজের দায়িত্ব রয়েছে। আর তাই প্রধান পদ থেকে দিয়েছেন ইস্তফা।
ইস্তফা গৃহীত হয়। উপপ্রধান সন্তোষ রাজোয়াড়কে নতুন করে প্রধানের দায়িত্ব দেওয়া হলো শনিবার। প্রধান নির্বাচনের পর আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি প্রমুখ।

Post Comment