নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
মা ও মেয়ে একসঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করে নজর কাড়লেন পুরুলিয়ার জঙ্গলমহল বলরামপুরে।
বলরামপুরের পতিডি গ্রামে এই মা ও মেয়েকে নিয়ে
গর্বিত এলাকা।
বুধবার দুপুরে বলরামপুর কলেজ থেকে স্নাতক সম্মান গ্রহণ করেন মা দুলু মাহান্তি। কোলে তখন নাতি—মেয়ের সন্তান। আর মঙ্গলবার বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ থেকে স্নাতক সম্মান অর্জন করেন দুলুর মেয়ে, ইন্দ্রানী পতি (মাহান্তি)।
মা-মেয়ের একসঙ্গে স্নাতক ডিগ্রি অর্জনে দুজনের মুখেই ছিল তৃপ্তির হাসি। তিন বছর আগে যখন দুলু মাহান্তি কলেজে ভর্তি হন। তখন অনেকেই তা অবিশ্বাস ও তাচ্ছিল্যের চোখে দেখেছিল। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের জেদে অটল ছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন মেয়ে ইন্দ্রানী।
বুধবার বলরামপুর কলেজ প্রাঙ্গণে আবেগভরা কণ্ঠে দুলু মাহান্তি বলেন, “মেয়ে আমার পাশে না থাকলে হয়তো আজ এই দিনটা দেখতে পেতাম না।” মা-মেয়ের পড়াশোনায় পারস্পরিক সহযোগিতা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। মেয়ে ইন্দ্রানী জানালেন, “মায়ের পড়াশোনার প্রতি আগ্রহ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। এখন আমরা চাই একসঙ্গে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করতে।”
বলরামপুর কলেজের অধ্যাপক গোপালচন্দ্র পণ্ডিত ও ভীমসেন কুম্ভকার এই ঘটনাকে ‘নজিরবিহীন ও গৌরবের’ বলে বর্ণনা করেন। তাঁরা জানান, “একসঙ্গে উচ্চশিক্ষা সম্পূর্ণ করার এই কাহিনি সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
মা-মেয়ে দুজনেই কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সবসময় পাশে থাকার জন্য। অধ্যাপকরা তাদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও উচ্চশিক্ষার জন্য উৎসাহ যুগিয়েছেন।







Post Comment