নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি গ্রহণ করে এলাকাকে চমকে দিল একটি প্রাথমিক বিদ্যালয়। পুরুলিয়া সদর ১ নং চক্রের গেঙ্গাড়া প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুন্দরা বাউরী , বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী তাপস সরকার, পার্থসারথি গরাঁই সহ গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি মোট ৩০০ টি-চারা বিতরণ করা হয় এই গ্রামের অভিভাবক ও জনসাধারণের মধ্যে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার চক্রবর্তী জানান, “এই বিদ্যালয় এবং গ্রামকে সবুজ ও নির্মল করার উদ্দেশ্যকে সামনে রেখে গত তিন বছর ধরে আমরা এই কাজ করে চলেছি। আমাদের বিদ্যালয়ে আমার গাছ নামে একটি প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পে আমরা শুধু গাছের চারাই বিতরণ করি না, আমাদের শিক্ষকমন্ডলী ও আমি বাড়ি বাড়ি গিয়ে তা পর্যবেক্ষণ করে আসি। “
এদিন শিক্ষার্থীরা গ্রামে একটি র্যালি আয়োজন করে। সমাজে গাছের উপকারিতা নিয়ে এক আলোচনা সভাও আয়োজিত হয়। উপস্থিত অতিথিরা প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করে বলেন, ” পড়াশোনার বাইরেও যেভাবে ছাত্রছাত্রীদের তিনি মানুষ হয়ে ওঠার পথ দেখাচ্ছেন, তা প্রশংসার যোগ্য। শুধু তাই নয়, স্কুলের বাইরে তাঁর ভাবনা এলাকাকে নিয়ে, এলাকার পরিবেশকে নিয়ে। যেভাবে এই কর্মকাণ্ডে তিনি এলাকার মানুষকে সামিল করেছেন, তা শিক্ষনীয়। “
Post Comment