insta logo
Loading ...
×

মানবিক মুখে দূর হলো চলার বাধা

মানবিক মুখে দূর হলো চলার বাধা

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :

শারীরিক সীমাবদ্ধতা আর বাধা হয়ে দাঁড়াল না চলার পথে। বলরামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফের সামনে এল মানবিক ছবি। শুক্রবার বিকেল চারটের সময় পঞ্চায়েত সমিতি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলরামপুর ব্লকের বিভিন্ন গ্রামের ১৫ জন বিশেষভাবে সক্ষম —পুরুষ, মহিলা ও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল হুইলচেয়ার ও ট্রাই সাইকেল।

এই কর্মসূচির মূল উদ্যোক্তা বলরামপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী কাল্লাবতী কুমার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, বলরামপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জগন্নাথ মাহাতো, সঞ্জয় রজক, হরিপদ কুমার, তেঁতলো ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ললিতা কুমার এবং রেবা দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সভানেত্রী কাল্লাবতী কুমার জানান, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রাম থেকে হুইলচেয়ার ও ট্রাই সাইকেলের আবেদন আসছিল। সেইসব আবেদন খতিয়ে দেখে ১৫ জন উপভোক্তাকে বেছে নিয়ে এই সহায়তা প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তাদের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। কেউ ক্র্যাচের ভরসায় হাঁটতেন, কেউ বাড়ির বাইরে যাওয়ার সুযোগ পেতেন না—এবার তাঁদের চলাফেরার পথ অনেকটাই সহজ হলো। উপকৃত পরিবারগুলির তরফে পঞ্চায়েত সমিতির মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়।

Post Comment