insta logo
Loading ...
×

মানবিক উদ্যোগে নজর কাড়ল বান্দোয়ান থানা

মানবিক উদ্যোগে নজর কাড়ল বান্দোয়ান থানা

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

এবার মানবিক উদ্যোগে নজর কাড়ল বান্দোয়ান থানা। কালীপুজোর উৎসবমুখর আবহে পুলিশ প্রশাসন শুধুমাত্র আইন- শৃঙ্খলা রক্ষাতেই নয়, সমাজের অবহেলিত মানুষের পাশেও দাঁড়াল। বুধবার বান্দোয়ান থানা সার্বজনীন কালীপুজো কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় দুর্গাপুজোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটিদের হাতে ট্রফি তুলে দেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

শুধু পুরস্কার বিতরণ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন করল পুলিশ প্রশাসন। এদিন প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) যোধাবার অবিনাশ ভীমরাও, মানবাজারের এসডিপিও বরুণ বৈদ্য, এলাকার বিধায়ক রাজীব লোচন সরেন, কর্মাধ্যক্ষা প্রতিমা সরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো, বান্দোয়ান থানার ওসি মনতাজ শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

Previous post

ডাইনি অপবাদে হ.ত্যা, পর্দার আড়ালে থাকা ওঝার শাস্তির দাবি পাড়া থানায়

Next post

ভাইফোঁটায় কোন মিষ্টি ট্রেন্ডিং? কোস্তার লাড়ু থেকে গুড়ের লাড্ডু, নিখুঁত নিখুঁতি থেকে হাল ফ্যাশনের মিষ্টি, ভাইয়ের মুখে দিতে হিমসিম বোনেরা

Post Comment