insta logo
Loading ...
×

মানবাজার বাসস্ট্যান্ডে দুই দুষ্কৃতির দাপট, ব্যাগ সহ উধাও দুই লক্ষ টাকা

মানবাজার বাসস্ট্যান্ডে দুই দুষ্কৃতির দাপট, ব্যাগ সহ উধাও দুই লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

সকালবেলার ব্যস্ততা পেরিয়ে দুপুর গড়াতেই চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার মানবাজার বাসস্ট্যান্ডে। সোমবার দুপুরে বাসে ওঠার মুহূর্তে এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতি। ব্যাগে ছিল দুই লক্ষ টাকা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুঞ্চা থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি এদিন মানবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে দুই লক্ষ টাকা তোলেন। তারপর সেই টাকা একটি ব্যাগে ভরে মানবাজার বাসস্ট্যান্ডে পৌঁছন। সেখান থেকে কর্মস্থল বলরামপুরে যাওয়ার উদ্দেশ্যে একটি বেসরকারি বাসে ওঠেন তিনি।

অভিযোগ, সেই সময় তার অজান্তে দুই দুষ্কৃতি ব্যাগটি চুরি করে নিয়ে চম্পট দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মানবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাসস্ট্যান্ড সংলগ্ন একাধিক দোকান ও রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মোটরবাইকে চড়েই ওই দুই দুষ্কৃতি ছিনতাইয়ের পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে প্রয়োজনে আশপাশের জেলা এবং সীমান্ত এলাকায়ও নজরদারি বাড়ানো হবে।

Post Comment