নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পথ নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার মানবাজার থানার উদ্যোগে এবং পুরুলিয়া জেলা পুলিশের তত্ত্বাবধানে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি।
এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি পদযাত্রা। যার মাধ্যমে সাধারণ মানুষ ও চালকদের মধ্যে পথ নিরাপত্তা এবং ট্রাফিক বিধি মেনে চলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। মানবাজার থানার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি। তারপর মানবাজার হাসপাতাল মোড়, চকবাজার মোড়, পোদ্দার পাড়া, ও পোস্ট অফিস মোড় ঘুরে পুনরায় থানাতেই শেষ হয়।
শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে এই সচেতনতামূলক পদযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন মানবাজার রাধামাধব বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক
প্রদীপকুমার চন্দ্র, মানবাজার থানার পুলিশ আধিকারিকসহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে নিরাপদ পথ চলাচলের বার্তা আরও জোরালোভাবে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
Post Comment