নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
আবারও ঊর্ধ্বমুখী শাক–সবজির বাজার। হঠাৎ করে মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত শ্রেণির মধ্যে। গত কয়েক সপ্তাহ আগেও যেসব সবজি স্বাভাবিক মূল্যে মিলছিল, এখন তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
এই অস্বস্তিকর পরিস্থিতির বাস্তব ছবি ধরা পড়ল মানবাজার কৃষক বাজারে। বাজার ঘুরে দেখা গেল, পটল, ঝিঙে, বেগুন, লাউ, টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে বেড়েছে। বিক্রেতারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়াই এর অন্যতম কারণ।

এ বিষয়ে মানবাজার মাঝপাড়ার বাসিন্দা জগন্নাথ ব্যানার্জী বললেন, “মাত্র কিছুদিন আগেও ১০ টাকায় যা মিলত, এখন তার জন্য ২০ টাকা খরচ করতে হচ্ছে। আমরা মধ্যবিত্ত, রোজ বাজার করতে হলে সংসারের অন্য খরচে কাটছাঁট করতে হচ্ছে।”
একই সুর শোনা গেল অমৃত কুন্ডুর গলায়, যিনি মানবাজার শহরের বাসিন্দা। তিনি বললেন, “মজুরি বাড়েনি, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিভাবে সংসার চলবে সেটাই এখন বড় প্রশ্ন।”
সবমিলিয়ে, বাজারে নিয়ন্ত্রণহীন দামের ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষজন। প্রশাসন বা বিপণন সমিতির তরফে এ বিষয়ে তৎপরতা দেখা না গেলে, আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
Post Comment