নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানবাজার থানার মানকোচা গ্রামের কাছে কংসাবতী নদীর লঙ্কাগোড়া ঘাটে। খোঁজ মিলছে না তাঁর। পুলিশ জানিয়েছে নিখোঁজ বৃদ্ধের নাম ঈশ্বর সিং সর্দার। তার বাড়ি মানকোচা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো ওই বৃদ্ধ কংসাবতী নদীতে এদিনও স্নান করতে যান। হঠাৎ স্নান করার সময় নদীর জলে নেমে তলিয়ে যান তিনি। স্থানীয় মানুষজন কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও তাঁর খোঁজ না পাওয়ায় খবর দেওয়া হয় মানবাজার থানায় । অনেক খোঁজাখুঁজির পরেও রাত পর্যন্ত ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যায়নি। ওই বৃদ্ধের খোঁজে বুধবার সকাল থেকে উদ্ধারকাজে নামবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।










Post Comment