insta logo
Loading ...
×

মানবাজারে মাসির বাড়িতে নরনারায়ণ সেবা

মানবাজারে মাসির বাড়িতে নরনারায়ণ সেবা

নিজস্ব প্রতিনিধি মানবাজার:

উল্টো রথের দিনে মহাপ্রভু জগন্নাথের বাড়ি ফেরার পালা। মাসির বাড়িতে দীর্ঘদিনের অতিথি সেরে এবার রথে চড়ে ফিরলেন নিজের মন্দিরে। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরুলিয়ার মানবাজারের মাঝপাড়া হাটতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত হল বিশেষ নরনারায়ণ সেবা অনুষ্ঠান।


এই বিশেষ দিনে শুধু ধর্মীয় আচারেই নয়, মানবসেবার মধ্য দিয়েও পূজিত হলেন ভগবান। এলাকার সর্বস্তরের মানুষজন এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তদের জন্য আয়োজন করা হয় প্রসাদ বিতরণের। শতাধিক ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝপাড়ার বিশিষ্ট ব্যক্তি প্রদীপ চৌধুরী। যিনি বহু বছর ধরে এই আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মন্দিরের পূজারী ফটিক গঙ্গোপাধ্যায় জানান, “প্রভুর সেবার পাশাপাশি মানুষের সেবাই আমাদের আসল ধর্ম।”

প্রচণ্ড ভিড় ও উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের উল্টো রথ ও নরনারায়ণ সেবা, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় ভাবনার এক অপূর্ব সমন্বয়ের সাক্ষ্য দেয়।

Post Comment