নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
স্বাস্থ্য ও চক্ষু শিবিরে ব্যাপক সাড়া মানবাজারে।
রবিবার পুরুলিয়ার মানবাজার স্বপন সুব্রত হাইস্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরের আয়োজন করে মাদার মাল্টিস্পেশালিটি হসপিটাল, পরিচালনায় ছিল রিক্রিয়েশন ক্লাব।
এই স্বাস্থ্য শিবিরে ব্লাড গ্লুকোজ, রক্তচাপ মাপা, ও চক্ষু পরীক্ষার মতো বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। মানবাজার ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু মানুষ এই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন পরিষেবা খুবই প্রয়োজনীয় এবং উপকারজনক। অনেকেই জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করতে পারলেও এমন শিবিরে এসে তাঁরা উপকৃত হচ্ছেন।

রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অপূর্ব সিংহ জানান, “জনস্বার্থে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই ধরনের শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।” মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ প্রধান বলেন, “সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
এদিনের শিবিরে মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং ক্লাব ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এলাকার মানুষজন এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এমন উদ্যোগের প্রত্যাশা রাখেন তারা।











Post Comment