নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বুধপুর ব্রিজের কাছে শুক্রবার বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন স্বপন বাউরী নামের এক বছর আটত্রিশের যুবক। তিনি পুরুলিয়ার পুঞ্চা থানার বাগদা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে রাস্তায় একটি বাইক সহ ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি মানবাজার থানাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত স্বপনবাবুকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন।
Post Comment