নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। রবিবার রাতে প্রায় ১০টা নাগাদ মানবাজার থানার জবলা বড়বাঁধের কাছে মানবাজার–পুরুলিয়া রাজ্য সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মাহাতো। তার বাড়ি খাটচিরি গ্রামে। গুরুতর জখম অবস্থায় তাকে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। তবে এটি কোনও যানবাহনের ধাক্কা না অন্য কোনও ঘটনা, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











Post Comment