insta logo
Loading ...
×

মানবাজারে নিউ শিল্পী মহলের উদ্যোগে দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বই বিতরণ

মানবাজারে নিউ শিল্পী মহলের উদ্যোগে দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি মানবাজার:


উল্টো রথের পবিত্র দিনে মানবিক উদ্যোগের সাক্ষী রইল মানবাজার। শনিবার মানবাজার রাধামাধব বিদ্যায়তন প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল নিউ শিল্পী মহলের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুঃস্থও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো। যাতে তারা পড়াশোনায় আরও উৎসাহ পায় ও ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।
শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত অধিকার—এই বিশ্বাসকে সামনে রেখে নিউ শিল্পী মহল দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণমূলক কাজ করে চলেছে।

সংস্থার দাবি, শিশুর সৃজনশীলতা, শৃঙ্খলা ও আধ্যাত্মিক বিকাশে প্রয়োজন পূর্ণাঙ্গ ও নিয়মিত শিক্ষা। আর সেই পথেই এক ধাপ এগিয়ে এদিন বিতরণ করা হল শিক্ষাসামগ্রী ও পাঠ্যপুস্তক। এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এই ধরণের পদক্ষেপ সমাজে শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সমাজের বিশিষ্টজনেরা।
নিউ শিল্পী মহলের এক সদস্য জানান, “আমরা চাই প্রত্যেক শিশু শিক্ষার সুযোগ পাক। সমাজের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়ে আমরা এই ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”

Post Comment