নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
অবশেষে পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের ঝাড়বাগ্দা গ্রামে ধরা পড়ল বিষাক্ত ট্যারান্টুলা। এর আগে ওই গ্রামেরই একজনকে ট্যারান্টুলায় কামড়েছে। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আরো কয়েকজন রাস্তায় দেখেছেন বিশেষ প্রজাতির মাকড়সাকে। গত সোমবার রাতে ওই গ্রামের এক গৃহস্থের বাড়ির ভেতর দেখা যায় বিষাক্ত ট্যারান্টুলাকে। ছড়ায় আতঙ্ক। বুধবার সকালে রাস্তার পাশে দেখা যায় বিশেষ প্রজাতির মাকড়সাটিকে। এরপর এলাকার মানুষ জন মাকড়সাটিকে একটি জারের মধ্যে ভরে রাখে। বনদপ্তরের খবর দিলে মানবাজার রেঞ্জের বনদপ্তরের কর্মীরা এসে ট্যারান্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যান।বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাকড়সাটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Post Comment