insta logo
Loading ...
×

মানবাজারে কুমারী নদীর জলাজমি থেকে উদ্ধার মহিলার পঁচাগলা দেহ

মানবাজারে কুমারী নদীর জলাজমি থেকে উদ্ধার মহিলার পঁচাগলা দেহ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


একটি রহস্যময় মৃত্যু ঘটল মানবাজার থানার অন্তর্গত বিশরি এলাকার গাইডুমুর গ্রামে। কুমারী নদীর পাশের একটি জলাজমি থেকে এক মহিলার পঁচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শুক্রবার বেলা ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা জলাজমির মধ্যে একটি দেহ ভেসে থাকতে দেখেন। তারপরেই সঙ্গে সঙ্গে মানবাজার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি বেশ কয়েকদিন আগের বলে অনুমান করা হচ্ছে। পচন ধরায় এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। মৃতদেহটি শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।
পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। এটি নিছক দুর্ঘটনা না কি আত্মহত্যা? নাকি-এর পেছনে কোনও অপরাধমূলক চক্রান্ত রয়েছে? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Previous post

দাঁড়িয়ে থাকা ট্রেলারকে ধাক্কা ট্রাকের, সাঁতুড়িতে মৃত খালাসি, জখম চালকের পা বিচ্ছিন্ন

Next post

আদ্রায় হঠাৎ লেভেল ক্রসিং বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী, রেললাইনে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন

Post Comment