insta logo
Loading ...
×

মানবাজারের স্কুলে শিক্ষক দিবসে মেনু পোলাও মাংস

মানবাজারের স্কুলে শিক্ষক দিবসে মেনু পোলাও মাংস

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

শিক্ষক দিবস উপলক্ষ্যে মানবাজারের
গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। দিনটির সূচনা হয় ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। এরপর একে একে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান—নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর।

প্রধান শিক্ষকের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ তিথিভোজনের ব্যবস্থা। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা একসঙ্গে অংশ নেন তিথিভোজনে। মেনু ছিল পোলাও মাংস। শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয় ফুলের তোড়া ও কলম প্রদান করে। মোট ১৫২ জন ছাত্র-ছাত্রী এবং ৮০ জন অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।

Post Comment